DSC03347

সাতকানিয়া বাজারের মাজখানে সড়ক দুর্ঘটনায় মাথায় প্রচুর আঘাত পায় । কে বা কাহারা আজ ১৭.০৫.২০১৬ দুপুর ১.২০ মিনিট এ সি এম সিতে জরুরি বিভাগে আনে ।২৮ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়।বয়স আনুমানিক ৬০ বছর।মাহবুব ভাই এর আর্থিক সহযোগিতায় এই বয়স্ক মানুষটিকে সিটি এস্কেন করানো হয়েছে ।কিন্তু রিপোর্ট ভাল আসেনি ।মাথায় প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে । মিত্তুর সাথে পাঞ্জা লড়ছে লোকটি। লোকটি সাদা পাঞ্জাবি পড়া ছিল ।পকেটে তপছি ছিল ।এবং হাজি গামছা ছিল ।মুখু মণ্ডলে সাদা দাড়ি ।ফরেজগার মনে হচ্ছে উনাকে । সকলে এই মুরব্বীর জন্য দোয়া করবেন যাতে তার স্বজনদের খুঁজে পাই । তার অবস্থা অত্তান্ত খারাপ ।

ছবি ও আলামত হিসেবে কিছু কাপড় দেওয়া হল ।