with No Comments

এই মাত্র পাওয়া….
অজ্ঞাত মানুষটির জ্ঞান ফিরেনি!!!

অজ্ঞাত এই মানুষটি ২৮ নং ওয়ার্ডে ৫৪ নং বেডে ভর্তি করা হয়েছে। গত কাল৫.৮.২০১৮ সময়: দুপুর ২:৩০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার চিকিৎসা চলছে।

nasa8

সেই আজ্ঞাত মানুষটির স্বজন হাসপাতালে এসেছে……

with No Comments

ফলোআপ

আলহামদুলিল্লাহ, অজ্ঞাত মানুষটির পরিচয় পাওয়া গিয়েছে।ছেলেটির ভাই, বাবা আজ সকালে ময়মনসিংহ থেকে হাসপাতালে এসে পৌছেছেন।যুবকটির নাম নাম নুরুজ্জামান । বাড়ি ময়মনসিংহ জেলার দুবাপুর থানায়। গ্রাম বোয়ার ভিটা। তার পরিবারের সদস্যরা হাসপাতালে এসে পৌছেছে।
প্রসঙ্গগত :গত ২৭.৮.২০১৮ ইং সকাল ৭:০০ টায় ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।ছেলেটির বয়স আনুমানিক ২০ বছর। মাথায় গুরুতর আঘাত।

nasar10

 

with No Comments

এই মাত্র পাওয়া
অজ্ঞাত ছেলেটি হাসপাতালে!!!
আজ সকাল ৭:০০ টায় ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।ছেলেটির বয়স আনুমানিক ২০ বছর। মাথায় গুরুতর আঘাত।ছেলেটির ভাষ্য মতে,সে ময়মনসিংহ জেলার।পরিবারের সন্ধানের চেস্টা চলছে।

nasar10

অজ্ঞাত এই যুবক হাসপাতালে!!!

with No Comments

www.mdnasar.org
এই মাত্র পাওয়া….

১৭.৮.২০১৮ ইং সন্ধ্যা আনুমানিক ৫ :০০ ঘটিকায় অজ্ঞাত এই যুবক হাসপাতালে ভর্তি হয়।সে এখন ২৮ নং ওয়ার্ডে ভর্তি আছে।মাথায় আঘাত পেয়েছে।স্পষ্ট কথা বলতে পারছেনা।তাই ঠিকানা শনাক্ত করা সম্ভব হচ্ছেনা।চিকিৎসা চলছে।

nasar9

 

with No Comments
এই মাত্র পাওয়া!!!
www.mdnasar.org
অজ্ঞাত মানুষটি হাসপাতালে!!
আজ ১.৮.২০১৮ ইং বিকেল ৪ টায় অজ্ঞাত এই মানুষ হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি হয়েছে।বয়স আনুমানিক ৪০ বছর।মুখে দাড়ি আছে।গায়ের রঙ শ্যামলা।চিকিৎসা চলছে
nasar5

অজ্ঞাত মানুষটির স্বজনের সাথে কথা হয়েছে!!!!

with No Comments

অজ্ঞাত সেই মানুষটির বড় ভাইয়ের সাথে কথা হয়েছে।তার ভাইয়ের নাম:গাজি লুতফুর রাহমান,তিনি শাহ জালাল ইসলামী ব্যাংক এর ,হেড অফিস : গুলশান ২ নং, ইসলামি ব্যাংক এর এম ডি সাহেবের গাড়ি চালায়।ফেসবুক বন্ধু সিরাজ আকন ভাই তিনি গুলশান -২ শাহজালাল ব্যাংকে গিয়ে অজ্ঞাত মানুষটির ভাইয়ের সন্ধান নিশ্চিত করেন।সিরাজ আকন ভাইকে অসংখ্য ধন্যবাদ। স্বজনেরা অতি শীগ্রই চট্টগ্রাম মেডিকেল কলেজে পৌছাবেন ইনশাআল্লাহ।
প্রশংগত: গত ২০.৭.২০১৮ ইং অজ্ঞাত হয়ে হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি হয়েছে। ৩ দিন অজ্ঞান ছিল এই মানুষটি।বয়স ৪০ বছর।দু পায়ে সমস্যা আছে।২৮ নং ওয়ার্ডের ডাক্তার ও নার্সদের আন্তরিক সহযোগীতায় চিকিৎসা পেয়ে অনেকটা সুস্থ।জ্ঞান ফিরেছে। কথা বলতে পারছে।কিভাবে অজ্ঞান হলেন এমন প্রশ্নে অজ্ঞাত মানুষটি বললেন,ট্রেনে ১০ টাকার চানাচুর কিনলাম।চানাচুর খেয়েছি।এরপর আর কিছুই বলতে পারবো না।পকেটে ৬০০ টাকা,মোবাইল সব নিয়ে গিয়েছে। তার নাম নাম: আবদুল লতিফ,পিতা: মরহুম নুরু গাজি,মাতা: আমেনা বেগম,গ্রাম: সোনা কান্দ,পৌরসভা: ১ নং,গাজি বাড়ি,পোস্ট: রাজবাড়ি, থানা: রাজবাড়ি, জেলা: রাজবাড়ি।

20180725_184654

পরিবারের কাছে পৌছেছেন অজ্ঞাত মানুষটি।

with No Comments

ফলোআপ
আলহামদুলিল্লাহ,অজ্ঞাত মানুষটি পরিচয় বলতে পেরেছেন।তার নাম: জাহাঙ্গির বাড়ি:ঝালকাঠির রাজাপুর থানায়। ছেলে রুবেল ও মেয়ে ফারজানা চট্টগ্রাম কে ইপিজেটে তাবু ফেক্টরিতে কাজ করে।
তার বাসা : ফ্রিপোর্ট কলসির দিঘির পাড়, হারুনের বিলডিং, পকেট গেট দিয়ে প্রবেশ করতে হয়।উনি অল্প কিছুক্ষন আগে বাসায় পৌঁছেছেন।ধন্যবাদ Forhad Milon কে।
প্রশংগত: আজ ১৫.৭.২০১৮ ইং দুপুর ৩:০০ ঘটিকায় মাথায় আঘাত নিয়ে ২৮ নং ওয়র্ডের বাহিরে বারান্দায় ভর্তি করা হয়েছিল

FB_IMG_1531674784206

 

অজ্ঞাত মানুষটির ২৮ নং ওয়ার্ডে ভর্তি!!!!!

with No Comments

এই মাত্র পাওয়া…
অজ্ঞাত মানুষটি অগোছাল কথা বলছে।মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ২৮ নং ওয়ার্ড এর বারান্দায় ভর্তি করা হয়।কিন্তু তার ভাষ্যমতে, মানুষটি ফ্রি- পোর্টের আশেপাশে কোন এলাকায় থাকেন,এমনটা ধারনা করা হচ্ছে। এখনো স্বজনের কেউ আসেনি।চিকিৎসা চলছে। পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করুন।

FB_IMG_1531674784206

 

1 2 3 4 5 6 27