nasar2

ছোট বাচ্চা ।চিৎকারে ভারি হয়ে আসছে হাসপাতালের ওয়ার্ড ।বাম পায়ের হাঁটুর নিচে পা দু খণ্ডিত হয়ে ঝুলছে এবং মাথায় প্রচুর আঘাত পেয়েছে ।চিটাগাং এর বিবির হাট এলাকায় তেল বাহী রেলগাড়ির সামনে পড়ে গুরুতর আহত হয় ছেলেটি । কথা বলতে পারছে না ।সুধু বাড়ি রংপুর এই কথাটাই বলতে পারে ।এখন পর্যন্ত পারিবারের খোঁজ পাওয়া যায় নি । ছেলেটির পরনের কাপড় দেখে মনে হল পথ শিশু ।পরিবারের সাথে তেমন সম্পর্ক নেই । বয়স আনুমানিক ০৮ -১০ বছর ।গতকাল 07.06.2016 সকাল ১০.০০ ঘটিকায়,২৮ নং ওয়ার্ডে হাসপাতালে ভর্তি করানো হয় । সেই সকাল থেকে রাত ৯.০০ পর্যন্ত এভাবেই দু খণ্ডিত পা নিয়ে পড়ে ছিল ওয়ার্ডে । পুলিশ এর সহযোগিতায় ৩ টি এক্সরে করানো হয়েছে ।একটি মাথায় এবং অপর দুটি পায়ে ।এরপর এক্সরে রিপোর্ট নিয়ে আপারেশন থিয়েটার এ নিয়ে যাওয়া হয় । যাক ইনশাল্লাহ আল্লাহর রহমতে চিকিৎসা চলছে ।
( অল্প কিছু সময়ের মধ্য ছবি প্রকাশ করব ইনশাল্লাহ )