আজ ০১.১০.২০১৬ তারিখ সন্ধ্যা ৭:৫০ মিনিটে একজন অজ্ঞাত ছেলে হাসপাতালে ভরতি করানো হয়।বয়স আনুমানিক ১৪ বছর।তাকে ২৮ নং ওয়ার্ড এর ২৬ এ নং বিছানার রাখা হয়েছে। মাথায় এবং পায়ে গুরুতর আঘাত।অতিরিক্ত রক্ত ক্ষরন হয়েছে। ব্লাড গ্রুপ এখন ও জানা যায় নি।ছেলেটির অবস্থা ভাল না।কিন্তু পোশাক দেখে মনে হচ্ছে ভাল পরিবারের সন্তান।ছেলেটির পরনে ছিল ধুসুর রঙয়ের গেঞ্জি আর জিন্স এর পেন্ট।