মেডিকেল কলেজের বাহিরে মর্গের প্বাশে রাস্তায় পরেছিল এই মানুষটি।অজ্ঞাত মানুষটি ১৫.৩.২০১৮ ইং ২৮ নং ওয়ার্ড এর ৩৩ বি নং বেড এ ভর্তি করা হয়েছে।মেডিকেল কলেজ এর ৪র্থ বর্ষের ছাত্র ছোট ভাই ফরিদ। সে অজ্ঞাত লোকটিকে অনেকদিন জাবত রাস্তায় পরে থাকতে দেখেছে।কিন্তু হাসপাতালে আনার কোন ভাবেই সাহস পাচ্ছিলনা।আমার কাছে ফোনে লোকটির সম্পর্কে জানালো।ফরিদ এই মানসিক আক্রান্ত রুগীকে চুল কাটলো,দাড়ি ছাটালো,গোসল করিয়ে হাসপাতালে নিয়ে গেলো। আল্লাহর রহমতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিটি স্ক্যান সহ আরও ৩ টি পরীক্ষা করানো হয়েছে #Rigallo এর মাদ্ধ্যমে।তাছাড়া #Rotary club of metropolitan Chittagong এর মাদ্ধ্যমে তাকে নতুন কাপড় দেওয়া হয়েছে।আল্লাহর রহমতে চিকিৎসা চলছে।সকলে এই অজ্ঞাত মানুষটির জন্য দোয়া করবেন।

 

FB_IMG_1521862147521

One Thought on “অজ্ঞাত এই মানুষটি হাসপাতালে!!!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *