কেউ আসলেই মৃদু কন্ঠে বলতে থাকেন আমি পাগল না আমাকে চিকিৎসা করান।এভাবেই আকুতি জানায় ৬০ বছরের বয়স্ক মানুষটি।চট্টগ্রামের স্থানীয় ভাষায় কথা বলে।গায়ের রঙ কালো। মুখে দাঁড়ি আছে। স্পষ্ট ভাবে কথা বলতে পারছে না।১.৬.২০১৯ ইং চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।উনি সামান্য কিছু তথ্য দিতে পেরেছেন।বয়স্ক মানুষটি রাউজানের ফকির হাটের দক্ষিনে বৌদ্ধ বাড়ি বাসিন্দা বলেছেন। উনার একজন মেয়ে চট্টগ্রাম এর ই পি জেড এ চাকুরী করেন।