অজ্ঞাত সেই মানুষটির বড় ভাইয়ের সাথে কথা হয়েছে।তার ভাইয়ের নাম:গাজি লুতফুর রাহমান,তিনি শাহ জালাল ইসলামী ব্যাংক এর ,হেড অফিস : গুলশান ২ নং, ইসলামি ব্যাংক এর এম ডি সাহেবের গাড়ি চালায়।ফেসবুক বন্ধু সিরাজ আকন ভাই তিনি গুলশান -২ শাহজালাল ব্যাংকে গিয়ে অজ্ঞাত মানুষটির ভাইয়ের সন্ধান নিশ্চিত করেন।সিরাজ আকন ভাইকে অসংখ্য ধন্যবাদ। স্বজনেরা অতি শীগ্রই চট্টগ্রাম মেডিকেল কলেজে পৌছাবেন ইনশাআল্লাহ।
প্রশংগত: গত ২০.৭.২০১৮ ইং অজ্ঞাত হয়ে হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি হয়েছে। ৩ দিন অজ্ঞান ছিল এই মানুষটি।বয়স ৪০ বছর।দু পায়ে সমস্যা আছে।২৮ নং ওয়ার্ডের ডাক্তার ও নার্সদের আন্তরিক সহযোগীতায় চিকিৎসা পেয়ে অনেকটা সুস্থ।জ্ঞান ফিরেছে। কথা বলতে পারছে।কিভাবে অজ্ঞান হলেন এমন প্রশ্নে অজ্ঞাত মানুষটি বললেন,ট্রেনে ১০ টাকার চানাচুর কিনলাম।চানাচুর খেয়েছি।এরপর আর কিছুই বলতে পারবো না।পকেটে ৬০০ টাকা,মোবাইল সব নিয়ে গিয়েছে। তার নাম নাম: আবদুল লতিফ,পিতা: মরহুম নুরু গাজি,মাতা: আমেনা বেগম,গ্রাম: সোনা কান্দ,পৌরসভা: ১ নং,গাজি বাড়ি,পোস্ট: রাজবাড়ি, থানা: রাজবাড়ি, জেলা: রাজবাড়ি।
নেসার ভাই আপনার স্বপ্ন আর আমার স্বপ্ন একই,,,আপনার টা অনেক টাই আপনি পূরন করেছেন,,,আমার টা পূরন করার চেস্টা চালিয়ে যাচ্ছি,,,আমার টার্গেট সারা বাংলাদেশের সকল,, এতিমদেরকে নির্দিষ্ট একটা জায়গায় এনে,,,তাদের থাকার স্থান,,,বিশ্ব মানের হাফেজ,,ডাক্তার,বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানানো,,,খাওয়া,থাকা,কাপড়,সহ সবকিছুই যেন তারা পায়,,,আমি তাদের মা,বাবার অভাব পূরন করবো ইনশাআল্লা,,,নেসার ভাই আমি আল্লাহর অশেষ রহমতে,কাতারে সরকার কতৃক,,বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে ইমাম হিসেবে আছি,,,ভাই আপনার নাম্বার টা দিলে অনেক খুশি হবো