ট্রেনে কাটা পরে পা দু খন্ডিত।শারীরিক অবস্থা অনেক বেশি গুরুত্বর ছিলো। কিন্তু ডাক্তার, নার্সদের অনেক বেশি বেশি আন্তরিকতার কারনে অজ্ঞাত যুবকটি সুস্থ হয়ে উঠছে।২৪ নং ওয়ার্ড এর ডাক্তার গন নিজের হাতে ড্রেসিং করছে।কাটা পায়ের অংশ ও শুকিয়ে আসছে।বয়স আনুমানিক ৩০/৩২ বছর।গায়ের রঙ শ্যামলা।সে ১ মাস ১৫ দিন এর মত চিকিৎসা নিচ্ছে।
প্রশংগতঃ ২২.৯.২০১৯ ইং চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৪ নং ওয়ার্ডে,বেড নং B X এ ভর্তি করানো হয়।স্বজন পাওয়া যায় নি।