www.mdnasar.org
ফলোআআপ
আলহামদুলিল্লাহ, অজ্ঞাত এই যুবক এর স্বজন হাসপাতালে এসে পৌছেছে।ছেলেটির চাচা কামাল উদ্দিন তাকে শনাক্ত করে।ভাতিজাকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন চাচা। তার নাম: সাকিব, পিতা : নওয়াব মিয়া, মা: রাহেলা বেগমবাড়ি : মজিদ সরকারের বাড়ি,গ্রাম : নুরজাহান পুর, ইউনিয়ন : বরিকান্দি, থানা : নবিনগর,জেলা : ব্রাক্ষন বাড়িয়া।৫ ভাই ২ বোন। ভাইদের নাম : জামাল,সজিব,শুক্ষুর খান।
ফলোআপ: অজ্ঞাত এই যুবক গত 29.5.2018 ইং ২৮ নং ওয়ার্ড এরর ৫২ নং বেডে ভর্তি হয়েছেন।এখনো জ্ঞান ফিরেনি।বয়স আনুমানিক ১৮/২০ বছর।ঘাড়ে প্রচন্ড আঘাত।মাথাতে আঘাত পেয়েছে।কৃতজ্ঞতায় :Forhad Milon, Shahanaj Khan Moni, Mohammad Rajib miah. কে অসংখ্য ধন্যবাদ।