ফলোআপ
অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয় ছেলেটিকে।রক্তে মুখমণ্ডল চিনা যাচ্ছিল না।পরনের জামা কাপড় রক্তে ভেসে গিয়েছিল।বাম পায়ের হাড় দু খণ্ডিত হয়ে যায়।জ্ঞান ফিরার পর আঘাতের যন্ত্রণায় চিৎকার শুরু করেছিল ।তার ভিতর চরম অস্থিরতা কাজ করেছিল ।কিন্তু আল্লাহর রহমতে আপনাদের সকলের ভালবাসায় ছেলেটি এখন ভাল আছে।তার ঠোঁটের উপরের অংশ কেটে গিয়েছিল ।এখন অনেকটা শুকিয়ে এসেছে। সে খুবই দুষ্ট।ওয়ার্ড এ তার পাশে থাকা রুগিদের বিভিন্ন হাসির কথা বলে মাতিয়ে রাখে অন্যান্য রুগিদের ।সকলে ছেলেটির জন্য দোয়া করবেন ।
প্রসঙ্গত ঃ গত ৯.১.২০১৭ ইং দুপুর ৩:০০ টায় সিতাকুন্ড থেকে অজ্ঞাত এই ছেলেটিকে আনা হয়।বয়স আনুমানিক ১৩ বছর।২৬ নং ওয়ার্ড এর এক্স২০ নং বিছানায় রাখা হয়েছে ছেলেটিকে।বাম পায়ে গুরুতর আঘাত পেয়েছে।পা দু খণ্ডিত হয়ে গিয়েছে। ঠোট এর উপরের অংশ কেটে গিয়েছে।