অজ্ঞাত সেই মানুষটির পরিচয় মিলেছে,তাও এক ছবির কাহিনী।প্লিজ পড়ুন।www.mdnasar.org
আমি অফিস থেকে নেমে রিক্সার জন্য অপেক্ষায় ছিলাম। একজন মহিলা আমি যেই রিক্সায় উঠেছি সেই রিক্সা চালক এর কাছে এসেছে।মহিলাটি তাকে বলে ভাই, আমার জামাই রিক্সা চালায়,নাম সুমন, তারে কি চিনেন?তখন আমাকে বহন কারি চালক বলল আমি কেমনে চিনমু। শুধু সুমন কইলে কি আপনের জামাইরে খুইজা পাইবেন?মহিলাটি হাও মাও করে কেঁদে দিল।অনেকক্ষন আমি রিক্সা ওয়ালা আর মহিলার কথা শুন ছিলাম। তারপর মহিলাকে আস্তে আস্তে তার জামাইই এর শারিরীক গঠন,বয়স পরনের পোশাক কি তা জিজ্ঞাস করলাম।তার পর আমার মোবাইলে তুলা গতকালে হাসপাতালে আসা অজ্ঞাত বয়স্ক রুগির ছবি মহিলা কে দেখালাম।তখন মহিলা আমাকে বলে ভাই আর একটু ভাল কইরা দেখান।আমি ছবি জুম দিয়ে ভাল করে দেখালাম।মনে হল মিলে যাচ্ছে, বলে উঠল ভাই,ও আমার জামাই। আমার জামাইর কি হইছে?কেমনে কইরা মাথা ফাটছে? বলতে বলতে কান্না জেন আর থামে না।ভাই,আমার জামাইরে আপনে কেমনে
পাইছেন?সাথে সাথে আমার রিক্সা চালক খুশিতে কেঁদে দেয়। অবশেষে হাসপাতালের পুলিশ জাহাঙ্গীর ভাই কে ঘটনা বলি।এবং মহিলাকে মেডিকেল যাওয়ার জন্য সি এন জি তে রিজার্ভ করে তুলে দি।আজ সকাল টা খুব ভাল একটা সৃতি করে রাখার মত ঘটনা দিয়ে সুরু করলাম।অবশেষে সেই রিক্সা নিয়ে রাওয়ানা দিলাম জাহাজে যাওয়ার পথে,সেই চালক রিক্সা চালাতে চালাতে বলতে লাগলো, ভাই জীবন এ অনেক বছর রিক্সা চালাই,কিন্তু ভাই আপনারে আমি চির জীবন ভুলুম না।