হটাৎ অজ্ঞান হয়ে পড়ে ছিল রাস্তায়!!
এই বয়স্ক মানুষটির জ্ঞান ফিরেছে।কিন্তু অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।উঠে বসতে পারছে।আস্তে আস্তে পরিচয় বলতে চেস্টা করছে লোকটি।বয়স্ক মানুষ টির নাম মোঃ হানিফ, পিতা মৃত ননা মিয়া, সাং দঃ হাতিয়া সাগরিয়া বাজার মৃত জামাল হাজীর বাড়ী, থানা হাতিয়া নোয়াখালী।মানুষটির দুই মেয়ের নাম ফাতেমা ও কুলসুম।তাকে ১৬নং ওয়ার্ড এর ভরতি করা হয়।মানুষ টি রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে ছিল।এখন শুধুই পরিবারের দিকে চেয়ে রয়েছে এই মানুষটি।পরিবারের কাছে খবর পাঠানোর জন্য চেষ্টা চলছে। সকলে দোয়া করুন।