৪ দিন পর অজ্ঞাত ছেলেটির স্বজনের কাছে খবর পৌছে।ছেলেটির মা আজ ৪.১.২০২০ ইং দুপুর আনুমানিক ২ টায় সাথে সাথে হাসপাতালে ছুটে আসেন।সামাজিক যোগাযোগ এর মাধ্যমে পরিবার তার খোঁজ পান।ছেলেটি এলাকার মাহফিলে যাওয়ার কথা বলে আর বাসায় ফিরে যায় নি। এরপর থেকে নিখোজ ছিলেন।ছেলেটির নাম নামঃ আবু বক্কর,পিতাঃ সোহেল।মাতা ঃ জেসমিন, গ্রামঃ চমুদ্দি,পোস্টঃ চমুদ্দি
ফরিদপুর, ভাংগা,গোপালগঞ্জ।
প্রশংগতঃ অজ্ঞাত ছেলেটি গত ১.১.২০২০ ইং সন্ধ্যা ৭ঃ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ নং ওয়ার্ডের ২৬ নং বেড এ ভর্তি হয়েছেন।এখনো চিকিৎসা চলছে।