মাথায় চুল নেই বললেই চলে । শরীরের গঠন হাল্কা পাতলা । বয়স আনুমানিক ৫০ বছর । নাকে নাক ফুল আছে । তাকে ০২.০৮.২০১৬ রাত ৮.২৫ মিনিটে হাসপাতালের ২৬ নং ওয়ার্ডের ১৬ নং বিছানায় রাখা হয় । এখন পর্যন্ত জ্ঞান ফিরেনি । দু পায়ে ব্যান্ডেজ । পা দু টিতে গুরুত্বর আঘাত পেয়েছে । সড়ক দুর্ঘটনা তে আহত হয় অজ্ঞাত এই মহিলা । আলহামদুলিল্লাহ চিকিৎসা চলছে ।সকলে মহিলাটির জন্য দোয়া করবেন । যাতে করে তারাতারি তার স্বজন খুঁজে পাওয়া যায় এবং আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন ।

DSC03457