এখন অনেকটা সুস্থ ,২ মাস যাবত কোন স্বজন আসছে না ।পা এবং মাথায় আঘাত ছিল ।মাথায় সেলাই করা হয়েছিলো ।মাথার সেলাই সুকিয়ে গিয়েছে ।কিন্তু পায়ের আঘাত এখনও পরিপূর্ণ ভাবে ঠিক হয়নি ।তাকে নিউরলজি ডিপার্টমেন্ট থেকে অরথপেডিইক্স ওয়ার্ডে নেওয়া জরুরী ।কিন্তু হাসপাতালের কেউ নিতে চাচ্ছে না ।এখন পর্যন্ত বয়স্ক মার কোন পরিচয় সনাক্ত করতে পারিনি ।২৮ নং ওয়ার্ডের বারান্দায় শুয়েই তার সময় কাটছে ।
 
প্রসঙ্গত ঃ ০৮.০৩.২০১৬ তারিখ ২৮ নং ওয়ার্ডের বারান্দায় ভর্তি করানো হয় এই বয়স্ক মা কে।সাগরিকা রোড থেকে কে বা কারা তুলে এনে হাসপাতালে ভর্তি করায় ।মুখে দাঁত নেই বললেই চলে ।চোখ পাকিয়ে চায় সকলের দিকে ।কিন্তু কথা বলেনা