ঘড়ির কাটাই সকাল ৮.০০ টা।এই মহিলাটিকে মেডিক্যাল কলেজ এ ভর্তি করা হল। কর্তব্যরত ডাক্তার ওয়ার্ডে যেভাবে আসছে সেভাবে ফেলে রেখেছিল দীর্ঘ ১২ ঘন্টা। হাতের কাটা অংশ থেকে রক্ত ঝরতে ঝরতে জমাট বেঁধে গেছে।
আমি যাওয়ার পর তার ডাক্তারী ফাইল নিয়ে ছুটাছুটি শুরু করলাম। ডাক্তার জানাল যদি রক্ত ম্যানেজ করা যায় তাহলে তারা অপারেশন করবে। রক্তের গ্রুপ ও নেগেটিভ, দুর্লভ গ্রুপের রক্ত। অনেক খোঁজাখুঁজির পর দুই ব্যাগ রক্ত যোগাড় করা সম্ভব হল। পুলিশ সদস্য জাহাঙ্গীর ভাই এসময় অনেক সহযোগীতা করেছিলেন।
অবশেষে ঘন্টা খানেকের মধ্যে মহিলাটিকে অপারেশন থিয়েটারে নেয়া হল। কিন্তু মহিলার পেটে সেলাই কেন সেটার কারণ এখনো জানা যায়নি।