ফলো আপ
গোপালগঞ্জ ভাইদের সাথে কাজ করতে গিয়ে কিভাবে যেন ভাইদের থেকে আলাদা হয়ে যায়। ৪মাস যাবত পরিবারের সাথে কোন যোগাযোগ ছিল না।অবশেষে মাথায় ও পায়ে গুরুত্বর আঘাত নিয়ে হাসপাতালে অজ্ঞাত রুগি হিসেবে ভর্তি হলে তার পরিবারের কাছে খবর পৌঁছানোর চেষ্টা করি ।খুলনার অবস্থানরত এক ভাই (সোহাগ সরকার) তার পরিবারের কাছে খবর পৌঁছাতে সক্ষম হয় ।অজ্ঞাত ছেলেটি এখন মোটামুটি বসতে পারছে ।স্বাভাবিক ভাবে কথা বলতে পারছে।স্বজনদের দেখে মুচকি হাসছে সে।নিজের কাছে অনেক ভাল লেগেছিল এই মুহুর্ত দেখে।মাথায় ৫ টি সেলাই ছিল ।আজ সেলাই কাঁটা হয়েছে। কিন্তু পা এখন ও ব্যান্ডেজ করা ।কিছুদিন সময় লাগতে পারে ।পা ভাল হতে ।সকলে এই যুবকের জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত ঃ সীতাকুণ্ড থানাধিন সড়ক দুর্ঘটনায় পা ও মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এই যুবককে।বয়স আানুমানিক ২৭বছর।চাকুরীর আশায় এসেছিলেন চট্টগ্রামে। কিছুদিন চট্টগ্রাম ই পি জেড এ (hkd) তে হেল্পার হিসেবে চাকুরী নিয়েছিল।তার ভাষ্য মতে,নামঃ মনিরুজ্জামান,বাবাঃ আব্দুল হামিদ,মাঃ জরিনা খাতুন,বাড়ির নামঃ মোল্লা বাড়ী,থানাঃ কয়েরা,ইউনিয়ন :দক্ষিন বেতকাসি,গ্রাম:বোরাং টিয়ারা,৪ নং ইউনিয়ন,তার এলাকার চেয়ারম্যানের নাম:মান্নান, উপজেলা:কয়রা, জেলা ঃ খুলনা।গত ৫.৬.২০১৭ ইং ২৮ নং ওয়ার্ড এ ভর্তি করা হয় এই যুবককে।