এই মাত্র পাওয়া >>>>>
অত্তান্ত স্বাস্থ্যবান একজন জুবক।বয়স আনুমানিক৩০-৩৫ বছর । গায়ে কালো টি শার্ট ।মাথায় গুরুতর আঘাত । সার্বক্ষণিক অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।এখন ও জ্ঞান ফিরেনি।শারীরিক অবস্থা অনেক খারাপ ।তাকে গত ১৪.১২.২০১৬ ইং ১১.৩০ মিনিটে ২৮ নং ওয়ার্ডের ৬২বি তে ভর্তি করা হয়েছে ।প্লিজ সকলে এই অজ্ঞাত যুবকের জন্য দোয়া করবেন ।যাতে করে পরিবারের সন্ধান খুব দ্রুত পাওয়া যায় ।