অজ্ঞাত লোকটি মোটামুটি সুস্থ ।কিন্তু বাড়ির কারো মোবাইল নাম্বার এখনও বলতে পারছে না ।তাই তাকে নোয়াখালীর একটি গাড়ি ভাড়া সহ অন্যান্য খরজ দিয়ে বাসে তুলে দেওয়া হল । আশা রাখি সে বাড়িতে পৌঁছে যাবে ।এই কামনা রইলাম । তার মায়ের কাছে পৌঁছে গেছে এমন কথা শুনার অপেক্ষায় থাকলাম । নগর ফিরে পাক তার সন্তান ,পরিবারকে সেটাই আমার সার্থকতা ।
প্রসঙ্গত ঃ ২৪.০৬.২০১৬ ২৮ নং ওয়ার্ডের ,বিছানা নং ঃ ৬৪ এ তে ভর্তি করানো হয়েছিল । বয়স আনুমানিক ৩২ বছর । অনেক কষ্ট করে দু একটা কথা বলতে চেষ্টা করছে । সে মলম পার্টি দাঁরা আক্রান্ত হয়েছিল। তার ভাষ্য মতে ,তার নাম নাগর । পিতা ঃ কালু মিয়াঁ । পোস্ট অফিস ঃ গুল বাইচার ,বাড়ি ঃ পালুজদার । জেলা ঃ ভোলা । পেশায় ঃ দিন মজুর । লোকটির এলাকার চেয়ারম্যান এর নাম সুজন ,৩ নং ওয়ার্ড এর বাসিন্দা সাবেক অজ্ঞাত নগর ।