হাসপাতালে ভর্তি হওয়ার ৪ ঘন্টার মধ্যেই স্বজন হাসপাতালে এসে পৌছেছে
উনার নামঃ মোবারক হোসেন, পিতাঃ মৃত রুহুল আমিন, পাটোয়ারী বাড়ি,গ্রাম/রাস্তাঃহারামিয়া,ডাকঘর ঃ বক্তার হাট,সন্দীপ,চট্টগ্রাম।গায়ের রঙ ফর্সা।পরনে ছিলো কালো প্রিন্টের শার্ট ও ধুসর রঙয়ের প্যান্ট।বয়স আনুমানিক ৪৫ বছর।
প্রশংগতঃ ২৬.৮.২০১৯ঃইং রাত ৭ঃ ৫৪ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৪ নং ওয়ার্ডে ভর্তি ক রানো হয়।