নিজে খুবই অবাক হচ্ছি।হটাৎ ওয়ার্ডের বারান্দায় এক মহিলা দেখতে পেল আমার বন্ধু।আমি সাথে সাথে এগিয়ে গেলাম।দেখলাম শুকিয়ে কাঠ এই মহিলা। কিন্তু তার আচরণ কেন জানি পরিচিত মনে হল।মুখে সব সময় গজল,ইসলামিক গান।মহিলাটি মানসিক আক্রান্ত।সেও আমাকে দেখেই বলে উঠল আমি আবার আসি গেছি।আমি দেখেই স্বরন হল এত সেই মহিলা যাকে গত ১৭.১০.২০১৫ ইং তারিখ হাসপাতালের ২৮ নং ওয়ার্ড এর বারান্দায় পাই। সে ৪ মাস হাসপাতালে ভর্তি ছিল। তাকে নিয়ে টিভি চ্যানেলে নিউজ হওয়ার পর মহিলাটি ৪ মাস পর সজ্বনদের খুঁজে পায়। কিন্তু এক বছর অতিবাহিত হাওয়ার পর আবার কেন এই মহিলা হাসপাতালে তা ভাবতে অবাক হচ্ছি।আগে অনেক সাস্থ্যবান ছিল কিন্তু এখন কংকাল শরীর।মাথা ন্যাড়া।সে এখন ২৫ নং ওয়ার্ড এর বারান্দায় অজ্ঞাত হিসেবে ভর্তি আছে।
(ইনসেটে ১ বছর আগের ছবি)