ফলোআপ
বুকের মানিক কে ১.৫ বছর পর খুজে পেয়েছে বাবা- মা।পাগলের মত ছেলেটারে খুজছি,সন্তানের জন্য কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গিয়েছে।অনেক দিন সন্তানের জন্য ভাত নিয়ে বসে ছিলো, এই বুঝি ছেলে ঘরে আসবে!বাহিরে যখন গভীর রাতে বৃষ্টি হচ্ছিলো তখন মা তখন চিৎকার করে কান্না করতে থাকে,এই ঝড়ে অবুজ ছেলেটি কোথায় থাকবে? কি খাবে?আজ ছেলেটির মা সন্তান ফিরে পেয়ে আত্নহারা।
প্রশংগত ঃ গত ১.১.২০১৯ ইং চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৮ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়।মাথায় গুরুতর আঘাত ছিলো। মেডিকেল এ ভর্তির ৫ দিন অজ্ঞান ছিলো ছেলেটি।বয়স আনুমানিক ১১ বছর।একটু বলে রাখা ভালো, ছেলেটির অতি দরিদ্র পরিবারের এবং বাবা- মা দু জনই খুবই সহজ সরল।যতটুকু বুঝা যাচ্ছে, ছেলেটিকে মা সন্তান হিসেবে দাবি করছে আবার কনফিউশান হচ্ছে।হতে পারে কিছুটা নার্ভাস।আল্লাহ ভরসা।
কৃতজ্ঞতায়ঃ যারা ১.৫ মাস ছেলেটির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি।
#২৮ নং ওয়ার্ডের ডাক্তার, নার্স,আয়া,ব্রাদার।
# Forhad Milon
# Mir Motaher Hossain
# Faisal Iqbal
# Abdur Rokib Jibon আপনাদের জন্য ছেলেটি মুটামুটি সুস্থ।