www.mdnasar.org20171231_215814
১৬ টি পরিবারের মুখে হাঁসি ফুটিয়ে শেষ হল ২০১৭!!!
২০১৭ সালে মোট ৫৭ জন অজ্ঞাত রুগী পাওয়া গিয়েছিল।তারমধ্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ১৬ জন মানুষ কে।যারা অজ্ঞাত হয়ে হাসপাতালে এসেছিলেন।আর মারা গিয়েছে ৯ জন।বাকি ৩২ জন চিকিৎসা নিয়ে অথবা অর্ধ চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছে।এই সকল অজ্ঞাত মানুষ গুলুর বাড়ি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ও চট্টগ্রামের বিভিন্ন থানার।যে সকল পরিবার প্রিয় সজ্বনকে ফিরে পেয়ে নতুন করে আবার সংসারে হাসি ফুটিয়েছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালবাসা, আর যাদের পরিবারের প্রিয় মানুষটির মৃত লাশ হাতে তুলে দেওয়া হয়েছে আশা করি, মহান আল্লাহ তাদের ধর্য্য ধরার ক্ষমতা দিক।এই কামনা রইল।সকলে দোয়া করবেন আমার সাথে যারা অজ্ঞাত রুগীর প্বাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেন। সেই সকল মহান মানুষ গুলুর জন্য।
প্রশংগত:২০১৬ সালে অজ্ঞাত রুগী এসেছিল ৯৩ জন,মারা গিয়েছে ১৭ জন,সজ্বন ফিরে পেয়েছে ২৬ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *