www.mdnasar.org
এই মাত্র পাওয়া >>>>>
অজ্ঞাত এই মানুষটির অবস্থা ভালো না ।সড়ক দুর্ঘটনায় আহত । ২৭.১২.২০১৬ ইং রাত ০৮ ঘটিকায় ২৮ নং ওয়ার্ড এ ২৫ এ নং বিছানায় রাখা হয়। তাকে চান গাঁ আবাসিক এলাকা থেকে আনা হয়েছে।তিনি এখন অজ্ঞান। বয়স আনুমানিক ৫৫ বছর।মুখে সাদা দাড়ি। গোলাপি রঙয়ের দোরা কাটা শার্ট ও পরনে লুঙ্গী। উনাকে দেখে মনে হচ্ছে একটু কথা বলতে পারলে তার পরিবারের ঠিকানা খুজে পাব ইন্সাল্লাহ । সকলে এই মানুষটির জন্য দোয়া করবেন । জাতে দ্রুত জ্ঞান ফিরে এবং পরিচয় বলতে পারে ।