ফলো আপ
দাম্পত্য জীবনের সন্তান এক বড় চাওয়া।অনেকে সন্তানের জন্য মহান আল্লাহর কাছে পার্থনা করে।কারও সপ্ন পূরণ হই আর কারও সেই সপ্ন অসম্পূর্ণ থাকে।লাকি আক্তার এর ভাগ্যে ঠিক এমনটি ঘতেছে।সন্তানের আশা করে করে মানসিক ভাবে অনেক দুর্বল হয়ে পরে।অবশেসে মহান আল্লাহর রহমতে ২০ বছর পর সিজারের মাধ্যমে তার কোল জুড়ে সন্তান আসে।জাগিয়ে তুলে লাকি আক্তার এর নিস্তব্দ হয়ে যাওয়া সংসার।মেডিক্যাল কলেজ এ তার সন্তানের জন্ম হই।কিন্তু সন্তান জন্ম দেওয়ার ৭ দিন পর তার নিজের অজান্তে রাত আনুমানিক ৩.00বাজে মেডিকেল কলেজ গাইনি ওয়ার্ড থেকে বাহির হয়ে যাই।শুরু হই খজা খুজি।পরদিন সকাল ৮.00 টা বাজে রেল লাইন ক্রস করতে গিয়ে দুর্ঘটনার শিকার হই।দু খণ্ডিত হয়ে যাই লাকি আক্তার আর ডান হাত।
পেটে সেলাই থাকার কারনঃঅবশেষে আমার অনেক দুরচিন্তা দূর হল।তার ভাই এবং বোন এর মাধ্যমে জানতে পারলাম সে হাস্পাতালে ভর্তি ছিল।এবং ছিজারে সন্তান হয়েছে। তাই তার পেট এ সেলাই ছিল।