১২ টা দিন পাগলের মত ছুটেছি ।থানায় ,আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ,রেল ষ্টেশনে এমন জায়গা নেই যে খুঁজি নি ,এভাবেই কান্না জড়িত কণ্ঠে চোখ মুছতে মুছতে কথা বলছিলেন অজ্ঞাত মানুষটির স্ত্রী রুবি বেগম।তিনি আরও বলেন পূর্বকোন পত্রিকায় আমার স্বামীর ছবি দেখে হাসপাতালে ছুটে যাই।আজ ১১ টা দিন বাসায় পরিবারের কারও খাওয়া নেই । প্রিয় মানুষটিকে হারিয়ে প্রায় পাগলের মত হয়ে গিয়েছিলেন স্ত্রী । যে যেখানে বলেছে সেই খানে ছুটে গিয়েছি। দুই সন্তানের জনক সাবেক অজ্ঞাত (নান্নু মিয়া)।গ্রামঃ ফতেহাবাদ,বরদিঘির পাড় ,বাড়িঃহাজি আইয়ুব আলির বাড়ি ,পোষ্ট ঃহাটহাজারী ,চট্টগ্রাম।
প্রসংগত ঃ হাসপাতালের ২৮ ওয়ার্ডে উলঙ্গ অবস্থায় ওয়ার্ডের এক কোনে পরেছিল এই স্বজন ফিরে পাওয়া মানুষটি।অনেকে পাগল বলে উপহাস করেছেন ।আবার অনেকে দুর্গন্ধে নাক চেপে পাশ দিয়ে হেঁটে গিয়েছেন।
তাকে ২৮.০২.২০১৭ ইং রাত ১০.০০ টায় কোতোয়ালি এলাকা থেকে হাসপাতালের ২৮ নং ওয়ার্ড এ গুরুত্বর মাথায় আঘাত নিয়ে হাসপাতালে অজ্ঞাত হিসেবে ভর্তি করানো হয়।আল্লাহর অশেষ রহমতে দৈনিক পূর্ব কোনের নিউজ ও আপনাদের সকলের দোয়ায় অজ্ঞাত সেই মানুষটির স্বজন ফিরে পেয়েছে।আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই সিনিয়র সাংবাদিক (দৈনিক পূর্ব কোন) স্রদ্ধের বড় ভাই মোহাম্মদ আলি কে ।যিনি গুরুত্ত দিয়ে অজ্ঞাত রুগিদের সংবাদ প্রকাশ করেন । ধন্যবাদ জানাই বন্ধু আলাউদ্দিন সহ যারা সার্বিক সহযোগিতা করেছেন সকলকে ।