babu

১৫.০৩.২০১৬তারিখ অজ্ঞাত এক মহিলা ১৩ নং ওয়ার্ডে ভর্তি করানো হয় ।শারীরিক অবস্থার অবনতি হলে একজন কলেজ পড়ুয়া মেয়ে রাস্তায় এই পাগল মহিলাটিকে হাসপাতালে এনে তাকে ভর্তি করায়। রাতেই তার কোল (নরমালে) জুড়ে আসে কন্যা সন্তান ।মা মানসিক ভাবে আক্রান্ত হওয়াতে সঠিক ভাবে ওষুধ খাওয়ানো যাচ্ছে না ।বাহির থেকে ওষুধ কিনে এনেছি ।কিন্তু খাওয়াতে অনেক কষ্ট হচ্ছে । আর মেয়ের শারীরিক অবস্থা তেমন ভাল নেই ।উপযুক্ত সময় হওয়ার আগেই এই বাচ্চা জন্ম হায় ।তাই তাকে নিবিড় ভাবে দেখা সুনা করা হচ্ছে ৩২ এ ওয়ার্ডে ।মা আর মেয়ে ২ জন ২ জায়গায় হওয়াতে দেখা সুনা করতে কষ্টই হয়ে যাচ্ছে ।
সকলে এই মানসিক আক্রান্ত অজ্ঞাত (মা ) এবং মেয়ের জন্য দোয়া করবেন ।২ জনকেই যেন আল্লাহ সুস্থ রাখে ।
(যেই মেয়ে এই পাগল মহিলাটিকে রাস্তা থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করেছে তার প্রতি আমার লাখ লাখ স্রদ্ধা ,সালাম ,ভালবাসা রইল