nasar2

ছোট্ট ছেলেটির নাম মুন্না । বয়স আনুমানিক ১০ বছর ।২ দিন পর সে কথা বলতে পারছে । বলতে পেরেছে তার পরিচয় । বাবার নাম নাসির । ছেলেটির বাবা পেশায় রিক্সা চালক। চিটাগাং এ রিক্সা চালান তিনি । ছেলেটির বাসা ফয়েজ লেক এর পিছনে । বস্তি তে থাকে ছেলেটি । ছেলেটির মাথা গতকাল সিটি স্কেন করা হয়েছে । এতে সহযোগিতা করেছেন পূর্বকোনের সাংবাদিক মোহাম্মাদ আলি ভাই। উনার প্রতি আমি আন্তরিক ভাবে কিতজ্ঞ । কিন্তু সিটি স্কেন রিপোর্টের ফলাফল এত ভালো নেই ।মাথায় প্রচুর জখম । এবং মাথায় ৭-৮ টি সেলাই দেওয়া আছে ।

প্রসঙ্গত ঃ চিটাগাং এর বিবির হাট এলাকায় তেল বাহী রেলগাড়ির সামনে পড়ে গুরুতর আহত হয় ছেলেটি । গতকাল০৭.০৬.২০১৬ সকাল ১০.০০ ঘটিকায়,২৮ নং ওয়ার্ডে হাসপাতালে ভর্তি করানো হয় ছেলেটিকে । বাম পায়ের হাঁটুর নিচে পা দু খণ্ডিত এবং মাথায় প্রচুর আঘাত পেয়েছে ।
( যাক ইনশাল্লাহ আল্লাহর রহমতে চিকিৎসা চলছে )