কক্সবাজার বিমান দূর্ঘটনায় বেচে যাওয়া পাইলট ব্লাদিমির কুলতুনুব।গতকাল দুপুরে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয় ।চলে যাবে শুনে অনেক খারাপই লাগলো ।তাকে নিয়ে একটি রাত থাকা হয় আমার।আমার যতটুকু সম্ভব চেষ্টা করেছিলাম তাকে আন্তরিক সেবা দেওয়ার ।কিছুক্ষন পর পর তার ইংলিশ ভাষায় বলে উঠে (nasar please change my position) ।কারন তার ১৬০ কেজি ভর সে নিজেই নিতে পারেনা । আর বেশিক্ষণ একপাশ হয়ে থাকে সে অসস্থি বোধ করেছে ।তাই এই এই কথা বলা।রাত যত গভীর হতে থাকে সে আমার বিষয় এ জানার আগ্রহ কেন জানি আরও বেড়ে যায় ।সে বলে উঠে তুমি আমার কোম্পানির মাধ্যমে এসেছ ।আমার উত্তর “না”,তুমি কি হাসপাতালের চাকুরী করো ?সেই একই উত্তর “না”।তখন তার স্বাভাবিক ভাষায় বলে উঠল what?সাথে সাথে আমি বলে উঠলাম im mechanical engineer.just volentear service you ।সে অবাক হয়ে আমার দিকে কেমন করে তাকিয়ে রইল ।অনেক কথা হয় তার সাথে ।তার পরিবার সম্পর্কে ।সে যোগাযোগ এর জন্য আমার সকল ঠিকানা নিল ।আমাকে বলে উঠে বন্ধু এক টুকরো কাগজ আর কলম নাও ।আমি নিয়ে তাকে দিলাম ।সে নিজ হাতে অনেক কষ্টে লিখে আমাকে তার ঠিকানা দিল ।কারন তার মুখে বলা আর আমার লিখা শুদ্ধ হচ্ছিলো না ।এভাবেই কেটে গেল একটি রাত ।কষ্টের কথা নাই বললাম ।আর এই ভিনদেশী একজন মানুষের পাঁশে দাড়াতে পেরে আমি অনেক আনন্দিত ।তাও একজন রাশিয়ান বিমানের পাইলট ।জানি এমন ও হতে পারে তার সাথে আমার আর কোন দিন দেখা হবে না ।হইতবা দেখা করার সুজগ হবে না ।কিন্তু বলব বন্ধু ভাল থাকিস ।এই দোয়া রইল ।