হঠাৎ ছেলেটির একটি কথা কেন জানি মনে হল, “ভাই আপনি আমার কি হন” অনেক কষ্টে মুখ থেকে শেষ কথা বলে উঠল…………..

২০১৩ সালের ১২ সেপ্টেম্বর, ঢাকার সায়েদাবাদ বাস স্ট্যান্ড এ পেট্রোল বোমায় ঝলসে যায় অজ্ঞাত এই লোকটি। লোকটি ছিল লোকাল যাত্রীবাহী বাসের কন্ট্রাক্টর । ঘটনাটি ঘটে ভোর আনুমানিক ৬.৩০ মিনিট। গাড়ির ভিতর ঘুমিয়ে ছিল সে।পরে জানতে পারলাম তার নাম হাসান।বাড়ি নোয়াখালী।তখন সারা দেশের সাথে সংযোগ বন্ধ ছিল।তাই তার পরিবারের কেউ সাথে সাথে আসতে পারেনি। অবস্থার অবনতি ঘটলে আই সি ইউ তে নেওয়া হয়। পরিবার আসার আগ মুহুর্ত পর্যন্ত হাসানের পাশে থাকার চেষ্টা করেছিলাম। অবশেষে ২ দিন পর ছেলেটি মারা যায় (ঢাকা মেডিক্যাল কলেজ এর বার্ন ইউনিটে)।

 

News Link: http://www.kalerkantho.com/print-edition/news/2013/12/03/26767