আমি অতিতকে বিশ্বাস করি।আমার অতিত এত সুখের নয়।কিন্তু দুঃখময় অতিত কে সামনে নিয়ে আমার পথ চলা ।আমার কষ্টের জায়গা থেকে শিক্ষা নিয়ে যদি অসহায় মানুষের পাশে থাকতে পারি তাতে আমার সার্থকতা ।আমার কাজের মাধ্যমে যদি কেউ সরকারি হাসপাতালের সামান্য প্রশংসা করে সেটাই আমার ভাল লাগা।কারন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সুনাম রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।আর আমার উসিলায় যদি কারো হারিয়ে যাওয়ার প্রিয় স্বজনকে ফিরে পায়,সেই অজ্ঞাত রুগীর স্বজনেরা অন্তর থেকে যে দোয়া করে সেই দোয়াই আমার প্রকৃত আনন্দ।