কংকাল শরীর ।উঠে বসার শক্তি টুকু নেই ।মাঝে মাঝে চোখ মেলার চেষ্টা করে।ঠোট শুকিয়ে কাঠ । মানুষের কণ্ঠ শুনলেই োখ পাকিয়ে দেখে এই বুঝি তার জন্য কেউ খাবার এনেছে।তার মুখে কেউ খাবার তুলে দিবে।কিন্তু না।তার সামনে দিয়েই অন্য রুগির স্বজনেরা খাবার নিয়ে যায়।আর ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে বারান্দায় পড়ে থাকা এই অজ্ঞাত বয়স্ক মানুষটি।মাঝে মাঝে কোন কোন রুগীর স্বজনেরা খাবার দিয়ে যান। ৭০/৭৫ বছর বয়সী এই অজ্ঞাত মানুষটি ।৩১.০৭.২০১৭ ইং ২৭ নং ওয়ার্ড ,বিছানা নং ১৬,সময় ৭;৩০ মিনিট শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন । এখনও স্বজন খুজে পাওয়া যায়নি ।কিন্তু বাড়ি কোথায় তা জিজ্ঞেস করলে অস্পষ্ট ভাষায় টাংগাইল জেলার নাম বলার চেষ্টা করে। সকলে এই বয়স্ক বাবার জন্য দোয়া করবেন ।