অজ্ঞাত ছেলেটি ০৮.১২.১৮ ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আগুনে ঝলসে গিয়েছে শরীরে অনেক অংশ। এ অবস্থায় কে বা কারা তাকে হাসপাতালের বারান্দায় রেখে চলে যায়। পরে মেডিকেল এর দায়িত্বরত পুলিশ তাকে বার্ন ইউনিটে ভর্তির ব্যবস্থা করি। সে নিজের নাম অার থানা ছাড়া অার কিছুই বলতে পারছেনা। কেউ যদি তাকে চিনে থাকেন তাহলে চমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে এসে যোগাযোগ করুন। তিনি মেডিকেলের ছয়তলা ভবনের-৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি অাছেন যার বেড নম্বর -৭,ছেলেটির নামঃ মোঃ জাহেদ,থানাঃ লোহাগড়া,জেলাঃ চট্টগ্রাম।আন্তরিক কৃতজ্ঞতা Mir Motaher Hossain ও Mohammad Abu Talib Rony ভাই কে।হাসপাতালে এসে অজ্ঞাত রোগীর সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য।