ফলোআপ >>

 

(শৈবাল আচারজি ভাই ( দৈনিক সমকাল ) আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই

আজ সকাল ১১.৪০ মিনিটে অজ্ঞাত রুগীর বড় ছেলে ( আব্দুল আলিম) হাসপাতালে বাবার কাছে পৌঁছে ।ছেলে বাবাকে জড়িয়ে কাঁদতে শুরু করে । সেই মুহূর্তে আমি ছিলাম না ।কিন্তু পাঁশে থাকা রুগীর লোকদের মাধ্যমে শুনেছি।বাবা কে খুঁজতে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় বের হয় ।রাত হলে বাবাকে না পাওয়ার হতাশা নিয়ে বাড়ি ফিরত । অবশেষে গতকাল রাতে তার বাড়িতে খোঁজ পাঁঠাতে সক্ষম হই । আজ ২৩.০৮.২০১৬ তারিখ বাবাকে খুঁজে পায় তার সন্তান । আর অজ্ঞাত লোকটির স্বজনকে খুঁজে পেতে সহযোগিতা করেন দৈনিক সমকালের সাংবাদিক শৈবাল আচারজি ভাই । আপনার প্রতি কিতজ্ঞতা জ্ঞাপন করি । আর যারা অজ্ঞাত লোকটির বাড়ি পর্যন্ত গিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই ।

প্রসঙ্গত ঃ গত ২১.০৮.২০১৬ সকাল ১১.২৫ মিনিটে অজ্ঞাত মানুষটিকে হাসপাতালের ১৩ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়েছিল । দাড়িতে মেহেদী করা । বয়স আনুমানিক ৫০-৫৫ বছর। শ্যামলা বর্ণের । দেখতে মনে হচ্ছে ফরহেজগার । অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয় । মলম পার্টি দারা আক্রান্ত আজ ১৩ নং ওয়ার্ড থেকে নিয়ে ১৮ নং ওয়ার্ডে নিউরলজি বিভাগে ভর্তি করানো হয়েছিল । ৪৫ মিনিট চেষ্টা করে কিছু ঠিকানা সংগ্রহ করেছিলাম । তার কথা অনুযায়ী তার স্থানীয় বাড়ি নেত্রকোনা । কিন্তু অনেক আগে পরিবার নিয়ে খাগড়াছড়িতেই তার বসবাস । অজ্ঞাত মুরব্বীর নাম ঃ মোহাম্মদ আব্দুল মোতালেব ,বাড়ি ঃ গুইমারা ,জাইল্লা পাড়া এলাকায় থাকেন ,বাড়ির নাম ঃ আব্দুল আলিমের বাড়ি , ২ সন্তানের জনক তিনি । ছেলের নাম ঃ আব্দুল আলিম ,আর মেয়ের নাম ঃ মাজেদা খাতুন । পেশায় দিন মজুর ।