ধন্যবাদ রেজা মুজাম্মেল (দৈনিক বাংলাদেশ প্রতিদিন ) ভাইকে ।

আজ ২৩.০৮.২০১৬ তারিখ দুপুর ২.৩০ মিনিটে অজ্ঞান অবস্থায় ভর্তি করানো হয় হাসপাতালে । তাকে ১৬ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে । বয়স আনুমানিক ৭০ বছর । এই বয়স্ক লোকটির জ্ঞান ফিরেছে । হাসপাতালে যে সকল ওসুধ ছিল না তা বাহির থেকে আনা হয় । অবশেষে বলতে থাকেন তার পরিচয় । তিনি একজন সাবেক ক্যাশিয়ার ।পানি উন্নয়ন বোর্ডে চাকুরী করতেন । গত পাঁচ বছর আগে অবসর নেন চাকুরি থেকে ।পেনশনের টাকা উত্তোলনের জন্য শহরে আসা । কিন্তু কিভাবে উনি অজ্ঞান হলেন তা সম্পর্কে কিছুই বলতে পারানি ।তিনি ৬ সন্তানের জনক । বয়স্ক চাচার নাম জহুরুল আনোয়ার , গ্রাম ঃ কিতাবচর, বাড়ি ঃ মোল্লা বাড়ি , পোস্ট অফিস ঃ বোয়ালখালি , থানাঃ বোয়াল খালি ,জেলা ঃ চট্টগ্রাম ।তিনি ৫ নং ইউনিওনের বাসিন্দা । চেয়ারম্যান এর নাম বেলাল হোসেন । তার দেওয়া তথ্য মতে শুরু হয় স্বজনকে খুঁজে পাওয়ার অভিযান ।আর আমাকে আন্তরিক ভাবে সাহায্য করেন রেজা মুজাম্মেল ভাই । তিনি বোয়ালখালীর চেয়ারম্যান কে ফোন দেন । চেয়ারম্যান লোকটির পরিচয় সুনে তার পরিবারের কাছে বাড়িতে খোঁজ পাঠান । আমার সাথেও চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয় ।কিছুক্ষন আগে লোকটির নাতি (ইকবাল হোসেন )হাসপাতালে এসে পৌঁছান । তার ( সাবেক অজ্ঞাত) ছেলেরাও অলপ কিছুক্ষণের মধ্য হাসপাতালে পৌঁছাবেন ইন্সাল্লাহ ।