ফলো আপ
সর্ব প্রথম ধন্যবাদ জানাই “বাংলাদেশ তথ্য বাতায়ন ” এই ওয়েবসাইট কে।এই ওয়েব সাইট টি থেকেই অজ্ঞাত রুগীদের স্বজন খুজে পেতে এই ওয়েবসাইট টি থেকে সাহায্য নি।কাউরাইদ ইউনিয়ন এর মেম্বার এর সাথে ৫ মিনিট আগে কথা হয়।অজ্ঞাত মেয়ে মনিরা সম্পর্ক এ মেম্বার কে সব খুলে বলি।সাথে সাথে মেম্বার কাউরাইদ বাজারে মেয়েটির আপন ভাই সিরাজ এর সাথে আমাকে কথা বলে দেয়।তার বোনের কথা বলতেই ভাই ফোনের অপর প্রান্ত থেকে কান্না শুরু করে।কান্নার জন্য কথাই বলতে পারছে না।হারিয়ে যাওয়া বোনটিকে পেয়ে তার পরিবার আজ আবেগ আপ্লুত।কাল সকালে ইনশাআল্লাহ তার পরিবার হাসপাতালে পৌছবে আশা রাখি।আপনারা অনেকেই মেয়েটির পরিবারের কাছে সন্ধান খুঁজে দিতে অনেক কস্ট করেছেন।তাদের প্রতি চির কিতজ্ঞ।মেয়েটির পরিবারের হাতে উঠিয়ে দিতে পারলেই মনে অনেক শান্তি পাব।
প্রসঙ্গত ঃ ১ বছর আগেই কোন এক সময় পরিবার থেকে আলাদা হয়ে যায় মারিয়া খাতুন।অজ্ঞাত এই মহিলাটি ২৮.০৪.২০১৭ ইং ২৫ নং ওয়ার্ড এর ,fx নং বিছানায় ভর্তি করা হয়।কিন্তু এর আগেও অনেক বার ২৫ নং ওয়ার্ড এ ভর্তি হয়েছিল এই অজ্ঞাত মহিলা।বয়স আনুমানিক ৩০ বছর।ধীরে ধীরে ঠিকানা বলার চেষ্টা করছেন তিনি।তার দেওয়া ভাষ্য মতে,তার বাড়ি গাজীপুর ,শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়ন এড় ৭ ণোঞ ওয়ার্ড এড় বাসিন্দা। তার নাম মনিরা আক্তার,পিতাঃকেফায়েত উল্লাহ,মাতাঃমালেকা বেগম,তারা ২ ভাই,২ বন,ভাইদের নাম ,১ সিরাজ ও সুরুজ।আর ২ বোনের মধ্য ১ জন রহিমা ও মনিরা।