ফলোআপ

 


মহান আল্লাহর কাছে লাখো সুক্রিয়া । হাসপাতালে ভর্তি হওয়া অজ্ঞাত লোকটি নাম ঠিকানা বলতে সুরু করেছে । কিন্তু শরীরে জ্বর এসেছে । ২৪ ঘণ্টা পর কিছুটা জ্ঞান ফিরেছে । আজ ১৩ নং ওয়ার্ড থেকে নিয়ে ১৮ নং ওয়ার্ডে নিউরলজি বিভাগে ভর্তি করানো হয়েছে । অজ্ঞাত লোকটি এখনো পুরোপুরি কথা বলতে পারছে না । ৪৫ মিনিট চেষ্টা করে কিছু ঠিকানা সংগ্রহ করেছি । তার কথা অনুযায়ী তার স্থানীয় বাড়ি নেত্রকোনা । কিন্তু অনেক আগে পরিবার নিয়ে খাগড়াছড়িতেই তার বসবাস । অজ্ঞাত মুরব্বীর নাম ঃ মোহাম্মদ আব্দুল মোতালেব ,বাড়ি ঃ গুইমারা ,জাইল্লা পাড়া এলাকায় থাকেন ,বাড়ির নাম ঃ আব্দুল আলিমের বাড়ি , ২ সন্তানের জনক তিনি । ছেলের নাম ঃ আব্দুল আলিম ,আর মেয়ের নাম ঃ মাজেদা খাতুন । পেশায় দিন মজুর । খুব সাভাবিক ভাবে কথা বলতে পারছে না । কথা বলতে খুবই কষ্ট হচ্ছে । অস্পষ্ট ভাবে কথা বলছে । সকলে সেই মানুষটির জন্য দোয়া করবেন ,যাতে তারাতারি সুস্থ হয়ে উঠে । তার সাথে আমার মত হতভাগার জন্য একটু হলেও দোয়া করবেন । সাংবাদিক , পুলিস ভাইদের জন্য দোয়া করবেন জারা লোকটির বাড়িতে খোঁজ পাঁঠাতে চেষ্টা করছেন ।

তার পরিবারের কাছে সেই মানুষটিকে ফিরিয়ে দেওয়ার মত সু সংবাদ নিয়ে আবার আপনাদের মাঝে তুলে ধরব ।

প্রসঙ্গত ঃ ২১.০৮.২০১৬ সকাল ১১.২৫ মিনিটে অজ্ঞাত মানুষটিকে হাসপাতালের ১৩ নং ওয়ার্ডে ভর্তি করানো হয় । দাড়িতে মেহেদী করা । বয়স আনুমানিক ৫০-৫৫ বছর। শ্যামলা বর্ণের । দেখতে মনে হচ্ছে ফরহেজগার । অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয় । মলম পার্টি দারা আক্রান্ত । তেমনটি ধারনা করা হচ্ছে ।