লোকটি এমনিতেই অসহায়।নাম শাহ্‌ আলম।গ্রামঃমুছাপুর।চিকিৎসার জন্য সন্দীপ থেকে একা এসেছে।হৃদরোগের চিকিৎসা করাতে।সাথে চিকিৎসার শেষ সমবল হিসেবে কিছু টাকা এনেছিল ।কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস।হাসপাতালের দারওয়ান ফয়সাল তার টাকা চুরি করে নিয়েছে বলে লোকটির অভিযোগ।অবশেষে হাসপাতালের পুলিশ ক্যাম্পে অভিযোগ করে লোকটি ।শাহ্‌ আলম বলে,ই সি জি করার জন্য আমি হাসপাতালের ১২ নং ওয়ার্ডে যাই।ই সি জি করার আগে আমার শার্ট আর জ্যাকেট খুলি।জ্যাকেটের পকেটে ৪৬০০ টাকা সহ ভাঙা আরও কিছু টাকা ছিল। ই সি জি সম্পূর্ণ হাওয়ার পর ওয়ার্ডের ডাক্তারের কাছে দারওয়ান ফয়সাল তাকে ধরে সহযোগিতা করে নিয়ে যায় ।ডাক্তারের রুম এ এই বয়স্ক অসহায় শাহ্‌ আলম ডাক্তারের সাথে কথা শেষ করে উঠে তাকিয়ে দেখে দারওয়ান লোকটি নেই।লোকটির টাকা পয়সা ,মোবাইল সব কিছু নিয়ে পালিয়ে যায় ।মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার কারনে কারো সাথে যোগাযোগ করতে পারছে না।এই মুহূর্তে তার চিকিৎসা চালিয়ে নেওয়ার অনেক চেষ্টা করছি ।পুলিসের কাছে খুব আশা নিয়ে গিয়েছে লোকটি ।পুলিশ কে বলে উঠল আপনি আমার বাপ লাগেন,আমি অনেক অসহায় বাবা।এখন দেখার বিষয় পুলিশ কত টুকু পর্যন্ত লোকটিকে সহযোগিতা করতে পারে।