( প্লিজ সকলে শেয়ার করুন যাতে ছেলেটির পরিবার খুজে পায়)
আজ ২৭.০৬.২০১৬ বিকাল ৪.০০ টায় ২৮ নং ওয়ার্ডের ,বিছানা নং ৩৩ ,বয়স আনুমানিক ০৮ বছর এর এক শিশু ভর্তি হয় ।তাকে সিমেন্ট ক্রসিং এলাকা থেকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। মাথায় এবং ডান পায়ে গুরুতর আঘাত পায় ছোট্ট এই শিশুটি । প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে । ছুটে আসি ছেলেটির কাছে । বাহির থেকে ওষুধ গুলু কিনে নিয়ে ওয়ার্ডে গেলাম । ছেলেটি তখন মিনি অপারেশন থিয়েটার এ ।সাথে সাথে ছেলেটিকে আবার ২৬ নং ওয়ার্ডে নিয়ে গেলাম ।ডাক্তার বললেন ২ ব্যাগ ব্লাড লাগবে। সেই খান থেকে আবার ব্লাড গ্রুপিং করতে ব্লাড ব্যাংক এ ছুটে গেলাম । জানলাম ছেলেটির রক্তের গ্রুপ (ও+)। এবার রক্তের জন্য সুরু হল ছুটাছুটি । অনেক জায়গা থেকে রক্ত দিতে আসতে চাইল ডোনার ভাইরা । রক্ত দেওয়া হলেই সুরু হবে অপারেশন । ইফতার এর ১০ মিনিট পর আমার কাছে খবর এলো ছোট্ট বাচ্চা টি বেঁচে নেই ।
নিরবে বসে পরলাম । চাকুরী আর রোজা রেখে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম । কিন্তু যদি ছেলেটিকে বাঁচানো যেত সকল কষ্টের মাজে সার্থকতাটা খুঁজে পেতাম ।
মাসুম বাচ্চাটাকে আল্লাহ বেহেস্ত নসিব করুক ,আমিন ।