ফলোআপ
বয়স্ক মা । প্রায় দিশা হারা । বার বার মুচ্ছা খাচ্ছেন । গতকাল রাত ১২.০০ টায় তার পায়ের অপারেশন হয় । এবং তার একটি পায়ের হাঁটুর উপরের অংশ কেটে ফেলা হয় । মেয়েকে অপারেশন থেকে বাহির করার পর মা দেখল তার মেয়ের এক পা নেই । তা দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ল । আর্থিক ভাবেই অনেক দুর্বল রুমার( সাবেক অজ্ঞাত ) পরিবার । বাড়িতে বয়স্ক বাবা আছে । তাও বয়সের ভারে কুজু হয়ে গিয়েছে । কাজ কর্ম করার সামর্থ্য নেই । এই মেয়ের চিকিৎসার ভার কতটুকু বহন করতে পারবে তাই ভাবার বিষয় ।
প্রসঙ্গত ঃ রুমা আক্তার(১৮-২২ বছর বয়স)। পিতাঃ আবুল হোসেন, মাতাঃ সালেহা বেগম, গ্রামঃ ঈসা খাঁ, হাজী বাড়ী, নাঙ্গলকোট, কুমিল্লা। ২ ভাই (আল আমিন, শরিফ) ৪ বোন(পারভিন, ডলি, হাসিনা, রুমা)। বাবা শুটকির ব্যবসা করে। ১২-১৫ দিন আগে পরিবারের সাথে চট্টগ্রাম আসে। যাওয়ার পথে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।০১.০৮.২০১৬ নাজির হাট এলাকায় ট্রেন দূর্ঘটনায় দুই পায়ে গুরুতর আহত হয়। পহেলা আগষ্ট ২০১৬ রাত দশটার দিকে চমেক হাসপাতালে ২৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।