DSC03463
 
 
সাংবাদিক- থানা পুলিশ,এ্যাম্বুলেন্স মালিক সমিতি এবং অন্যান্য সহযোগী সকলের কাছে আমি ঋণী !
 
সেই রুমা আর নেই । যে ৫ দিন আগেও অজ্ঞাত হিসেবে হাসপাতালে ভর্তি ছিল । অবশেষে পরিবার ও খুঁজে পেয়েছিল আদরের রুমাকে । কিন্তু ভাগ্যর কি লিলাখেলা। ১৮ দিন পর ফিরে পাওয়া আদরের টুকরো টা যে মায়ের কাছ থেকে চিরদিনের জন্য চলে যাবে কেইবা জানত । গতকাল ০৬.০৮.৫২০১৬ তারিখ সন্ধ্যা ৭.২০ মিনিটে পরলোক গমন করেন । ইন্নালিল্লাহে ওয়াইন্নালিলাহে রাজিউন । গত কাল রাত ৩.২০ মিনিটে পরিবারের সম্মতিক্রমে পোস্ট ময়নাতদন্ত ছাড়া ফ্রি এম্বুলেন্স সার্ভিস এ তাকে কুমিল্লা জেলার নাঙ্গল কোর্ট থানার হেসাখাল ইউনিয়নে পাঠানো হয় । গ্রামের মানুষ ছুটে আসে এ্যাম্বুলেন্স এর পিছু পিছু ।আজ ০৭.০৮.২০১৬ সকাল ৯.৩০ মিনিটে তার জানাজা সম্পূর্ণ হয় ।
 
লাশ ময়না তদন্ত ছাড়া মর্গে থেকে নিতে আর ফ্রি এম্বুলেন্স এর বেবস্থা করতে যারা গভীর রাত জেগে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন ,এই অসহায় দারিদ্র পরিবারের পাঁশে এসে দারিয়েছেন তাদের প্রতি আমি চির ঋণী । ইঞ্জিনিয়ার মাহবুব ভাই , সাংবাদিক শৈবাল আচারজি ( দৈনিক সমকাল ) , মোহাম্মদ আলি ( দৈনিক পূর্ব কোন ) ,চ মে,ক মেডিকেল এর পুলিশের কর্মকর্তা জহিরুল ইসলাম ,এবং এ্যাম্বুলেন্স মালিক সমিতি ( যারা লাস ফ্রি সার্ভিস দিয়ে বাড়িতে পোঁছাতে আন্তরিক ভাবে সহযোগিতা করেছেন ।
( লাশ বহন কারি এ্যাম্বুলেন্স এ রুমার বড় বোন ).