দিন দিন শারীরিক অবস্থার অবনতি ঘটছে।এখন ও জ্ঞান ফিরেনি নাকে তরল খাবারের জন্য নল লাগানো রয়েছে।গত মাসের প্রথম সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই অজ্ঞাত মানুষটিকে।
প্রসঙ্গত ঃ হাতে ,মাথায় গুরুত্বর আঘাত।বয়স আনুমানিক ৩৫/৪০ বছর।মুখে দাড়ি আছে।গায়ে কালো হাফ হাতা শার্ট ,পরনে লুঙ্গী ।দেখে মনে হচ্ছে পেশায় দিন মজুর হতে পারে ।এখনও পরিচয় শনাক্তের কোন মাধ্যম খুঁজে পাইনি। আল্লাহ ভরসা কিছুটা শারীরিক উন্নতির অপেক্ষায় আছে ।সকলে এই মানুষটির জন্য দোয়া করবেন ।