বড় কষ্টে, চরম অনিশ্চয়তায় জীবন কাটছে বেশ কয়েকজন মায়ের। নাম ঠিকানা কিছুই তাদের জানা নেই। বয়সের ভারে ভেঙে পড়েছে রোগে-শোকে জর্জরিত শীর্ণকায় শরীর। অজ্ঞাত পরিচয়ের রোগী হিসেবেই দীর্ঘদিন পড়ে আছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে। অন্য রোগীদের স্বজনরা এলে ফ্যালফ্যাল করে চেয়ে থাকেন।