kkk

অাজ ২২.৭.২০১৬ দুপুর ১২ :২৫ মিনিট এ মা মেয়েকে হাস্পাতালের ২৮ নং ওয়ার্ড এর ৮৪ এ নং বিছানায় ভর্তি করা হয়। মহিলার বয়স আনুমানিক ২৫ বছর। আর বাচ্চার বয়স ২ বছর। মা মেয়ের পরিচয় এখন জানা জায় নি।তাদের চিকিৎসা সুরু হয়েছে। মার পা এবং মাথায় গুরুতর আঘাত । আজ চুন্ত্রি, লোহাগড়া এলাকায় সড়কদুর্ঘটনায় আহত হয়। এই দুর্ঘটনায় ৫ জন মারা যায় এবং ১০ জন আহত হয়।তাদের মধ্য মা এবং ২ বছর বয়সি মেয়ে অজ্ঞত হিসেবে হাসপাতালে ভর্তি আছে। মহিলাটির অবস্থা তেমন ভাল না ।ছোট্ট মেয়েটি ভাল আছে কিন্তু বাচ্চাটির মাথায় ও আঘাত আছে ।