ফলোআপ

 

আমি সুধু তার মুখের কথা শুনার অপেক্ষায় ছিলাম । সুধু একটি উদ্দেশ্য মহিলাটির পরিচয় সনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া । আলহামদুলিল্লাহ্‌ মহিলাটি একটু একটু করে আজ কথা বলতে শুরু করেছে । তার বাবার বাড়ি ছোট জানছড়ি এলাকায় কক্সবাজার এর রামু নামক স্থানে । সে ৪ নং ইউনিয়ন পরিষদের বাসিন্দা । সাবেক চেয়ারম্যান এর নাম মোক্তার মওলবি । মেম্বার এর নাম জসিম । তার বাবার নাম জাকির হোসেন ,মাতা ঃ নুর জাহান,বাড়ি মাসুতুয়া ।আর তার ১.৫ বছর বয়সী বাচ্চার নাম মরিয়ম ।
অজ্ঞাত মহিলা (ফাহমিদা)র দেওয়া তথ্য অনুযায়ী তার গ্রামে খোঁজ পাঠানো হয়েছে । এবং মহিলাটির এলাকার চেয়ারম্যান এর সাথে যোগাযোগ হয়েছে । মেম্বার সাহেব ফাহমিদার পরিবারের কাছে অতি সিগ্রই খবর পৌঁছাবে বলে আশ্বাস দিয়েছেন ।আর মেয়েটির গ্রামের বাড়িতে খোঁজ পাঠানো এবং যোগাযোগের মাধ্যম তৈরি করে দিয়েছেন শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ আলি (দৈনিক পূর্বকোন) সিনিয়র সাংবাদিক । মোহাম্মাদ আলি ভাইয়ার কারনে রামু এলাকায় যোগাযোগ স্থাপন করতে পেরেছি ।আমি ভাইয়ার কাছে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি ।

প্রসঙ্গত ঃ ২২.৭.২০১৬ দুপুর ১২ :২৫ মিনিট এ মা মেয়েকে হাস্পাতালের ২৮ নং ওয়ার্ড এর ৮৪ এ নং বিছানায় ভর্তি করা হয়। মহিলার বয়স আনুমানিক ২৫ বছর। আর বাচ্চার বয়স ২ বছর। মা মেয়ের পরিচয় এখন জানা জায় নি।তাদের চিকিৎসা সুরু হয়েছে। মার পা এবং মাথায় গুরুতর আঘাত । আজ চুন্ত্রি, লোহাগড়া এলাকায় সড়কদুর্ঘটনায় আহত হয়। এই দুর্ঘটনায় ৫ জন মারা যায় এবং ১০ জন আহত হয়।তাদের মধ্য মা এবং ২ বছর বয়সি মেয়ে অজ্ঞত হিসেবে হাসপাতালে ভর্তি আছে। মহিলাটির অবস্থা তেমন ভাল না ।ছোট্ট মেয়েটি ভাল আছে কিন্তু বাচ্চাটির মাথায় ও আঘাত আছে ।