ফলোআপ
ddd
দীর্ঘ ১৪ দিন জীবনের সাথে যুদ্ধ করে হেরে গেল সরঞ্জিব বড়ুয়া।আজ২৯.০১.১৬ তারিখ বিকাল ৪.০০ ঘটিকাই চিটাগাং মেডিকেল কলেজে আই সি ইউ তে মারা যান সরঞ্জিব বড়ুয়া । গতকাল ১৭.১.২০১৬ “অজ্ঞাত পরিচয়ের যুবকটি অজ্ঞান হাসপাতালে”শিরোনামে বাংলানিউজ এ সর্ব প্রথম রাত আনুমানিক ০৮ ঘটিকাই প্রকাশিত হই। এই নিউজ টি প্রকাশিত হলে তার পরিবার তাকে হাসপাতালে খুজে পায় ।।ছোট ভাই ফায়ার সার্ভিস এ কর্মরত । হাসপাতালে পরিবারের লোকজন রাত ১১.০০ টা বাজে ছুটে আসে।তৈরি হই ওয়ার্ডে এক আবেগ ঘন পরিবেশ।সে বলে বাংলানিউজ এ তারা তার ভাইকে দেখতে পাই।অজ্ঞাত লোকটির শাশুড়ি বলে ,বাবা একজন নব বধুর স্বামীকে ফিরিয়ে দিয়েছ ।তাদের বিয়ে হই ১ বছর হল। আমার মে স্বামী ছার হত।আর আমার কন্যা কিছুদিনেরব মধ্য মা হতে চলছে। এই বলে কান্নাই ভেঙ্গে পড়ে ।

বিস্তারিতঃতার ভাই এবং শাশুড়ির বক্তব্য মতে,৩১.১২.২০১৬ তারিখ সকালে প্রতিদিনের মত বাহিরে যাই এবং রাতে ফিরে আসে।কিন্তু সে দিন থেকে ১৭.০১.২০১৬ তারিখ পর্যন্ত আমরা তাকে খুজে পাচ্চিলাম না।এই ১৮ দিন আমরা তাকে পুরো শহর তসনস করে খোঁজ করি।এবং পত্রিকাই নিখোঁজ বিজ্ঞপ্তি দি।পটিয়া থানাই জিদি করি।কোন সারা পাইনি।অজ্ঞাত লোকটির নাম সরঞ্জিব বড়ুয়া ।পিতাঃঅম্নিন্দু বড়ুয়া,মাতাঃশিখা রানী বড়ুয়া ।গ্রামঃভাতুয়া,থানাঃপটিয়া ।
গত দু দিন অনেক ছুটা ছুটি। শুধু যদি তার পরিবারের খোঁজ টুকু পাই।আজ পরিশ্রম সার্থক হল।
সকল সাংবাদিক,ইপিক হেলথ কেয়ার পরিবার,সকল কে আবারও ধন্যবাদ।
অজ্ঞাত মানুষ সুরঞ্জিব বড়ুয়ার ভাই,সুরঞ্জিবের শ্বশুর শাশুড়ির সাথে।